পিএনএস ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় বুয়েট ছাত্র মোতাসিম মাসুদ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো দু’জন। বৃহস্পতিবার দিবাগত রাতে ৩ টার দিকে পূর্বাচলের তিন’শ ফিট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ বুয়েটের কম্পিউটার সায়েন্সে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিইসি) বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
নিহত মুনতাসিরের বন্ধু ফাইয়াজ বলেন, রাতে তিন বন্ধু মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। ৩০০ ফিট এলাকায় যাওয়া মাত্রই বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী প্রাইভেটকার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন।
তিনি আরো বলেন, পরে আমরা খবর পেয়ে তাদের প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক মুনতাসির মাসুদকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য অন্য দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। তারা সেখানে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৩০০ ফিট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু আহত হয়। পরে একজনকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। দু’জনকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
পিএনএস/আনোয়ার
পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় বুয়েট ছাত্র নিহত
20-12-2024 01:51PM