পিএনএস ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় সাইফুল ইসলাম নামে এক মাংস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার কষ্টাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাইফুল ইসলাম কুকাদাইর গ্রামের মৃত বদি তালুকদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকায় মাংসের ব্যবসা করতেন সাইফুল। বুধবার (৯ অক্টোবর) দুপুরে বাড়িতে আসার উদ্দেশ্যে রওনা দেন তিনি। রাতে বাড়ি না ফেরায় খোঁজ নিতে থাকে পরিবারের লোকজন। সকালে নিজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভূঞাপুর-যমুনা সেতু সড়কের পাশে স্থানীয়রা সাইফুলের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। দেখে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। নিহতের নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।
তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার হত্যার আসল কারণ জানা যাবে৷ এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
পিএনএস/এএ
সড়কের পাশে মিলল মাংস ব্যবসায়ীর মরদেহ
10-10-2024 12:06PM