পিএনএস ডেস্ক: বিভিন্ন মাধ্যমে ব্যাপক প্রচার ও ঢাকঢোল পিটিয়ে রাজশাহীতে কাটা বা টুকরো ইলিশ বিক্রি শুরু হয়েছিল বৃহস্পতিবার। তবে একদিন পর শুক্রবার কাটা ইলিশ বিক্রি বন্ধ হয়ে গেছে। এতে ক্ষোভ বিরাজ করছে নিম্ন আয়ের মানুষের মাঝে।
ক্রেতারা বলছেন, তারা শুক্রবার রাজশাহীর সাহেব বাজারে গিয়ে আর টুকরো ইলিশ কিনতে পারেননি। বিক্রেতারা ইলিশ কেটে বিক্রি করছেন না।
অন্যদিকে মাছ বিক্রেতারা বলছেন, কাটা ইলিশ বিক্রিতে তাদের ক্ষতি হচ্ছে। আবার পর্যাপ্ত ক্রেতাও পাওয়া যাচ্ছে না। এ কারণে তারা কাটা ইলিশ বিক্রি বন্ধ করতে বাধ্য হয়েছেন। কাটা ইলিশ বিক্রি বন্ধ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য ও মতামত প্রকাশ করেছেন ক্রেতারা।
কাটা ইলিশ বিক্রি বন্ধের বিষয়ে দবির হোসেন নামের এক মাছ বিক্রেতা জানান, একটা ইলিশ কেটে যদি পুরোটাই বিক্রি না হয় তাহলে ক্ষতিটা আমাদের। বরং ইলিশ গোটা থাকলে এক সপ্তাহ কিংবা আরও কিছুদিন স্টোরে সংরক্ষণ করা সম্ভব। অন্য মাছ দ্রুত বিক্রি না করতে পারলে পচে গিয়ে ক্ষতি হয়। কিন্তু ইলিশ তো আর পচে না। টুকরো করে বিক্রি শুরু করেছিলাম। কিন্তু পর্যাপ্ত ক্রেতা নেই।
পিএনএস/রাশেদুল আলম
শুরুর একদিন পরেই বন্ধ রাজশাহীতে কাটা ইলিশ বিক্রি
13-10-2024 02:45AM