বাংলাদেশ দূতাবাসে হামলা: ভোমরা বন্দর জিরো পয়েন্টে বিক্ষোভ

  04-12-2024 01:56AM

পিএনএস ডেস্ক: ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা বেষ্টনী ভেঙে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরায় বিক্ষোভ ও লংমার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থল বন্দরের শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে জিরো পয়েন্ট অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করেন তারা।

এসময় জিরো পয়েন্টে পৌঁছে ‘দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা’, ‘আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম’, ‘গোলামি না আজাদি? আজাদি আজাদি’, ‘দালালি না রাজপথ? রাজপথ রাজপথ’সহ বিভিন্ন স্লোগান দেন তারা। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে ভারত কর্তৃক আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- তারিক ইসলাম, সিয়াম হোসেন, সুহাইল মাহদীন (সাদী), ওলিউল্লাহ ওমর, তাসনিম রাহাত, আল শাহারিয়ার রুমন, নাজমুল হাসান প্রমুখ।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন