পিএনএস ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জমি দখল নিয়ে মহারাজপুর ও মোচনা ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে অর্ধ শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রায় ৫ ঘণ্টা ধরে চলে সংঘর্ষ।
মঙ্গলবার সকাল ৯টায় দুই ইউনিয়নের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুপুর ২টা পর্যন্ত চলে সংঘর্ষ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালালেও উভয় পক্ষ তাদের সংঘর্ষ চালিয়ে যায়। পরে সেনাবাহিনী ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম বাজার এলাকায় পাশের ইউনিয়ন মোচনার আইকদিয়া গ্রামের শওকত সিকদার ও তার লোকজন জোর করে দোকানঘর তুলতে যায়।
এতে মহারাজপুর ইউনিয়নের লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দাওয়া ও এক পর্যায়ে দুই ইউনিয়নের শতশত মানুষ লাঠিসোটা ও ইট পাটকেল নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত অর্ধশতাধিক মানুষ। এদের মধ্যে ৪০ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুকসুদপুরে উপজেলা হাসপাতাল এবং মাদারীপুরের রাজৈর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় কোন পক্ষ অভিযোগ করেনি।
এসএস
গোপালগঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত
03-12-2024 04:28PM