চাকরির জন্য ভারতে যাওয়ার সময় নারী দালালসহ আটক ২

  04-12-2024 01:50AM

পিএনএস ডেস্ক: সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে চাকরির জন্য অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ভারতীয় নারী দালালসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ভোমরা লক্ষীদাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—সাতক্ষীরার শ্যামনগর থানার সোনাখালী এলাকার অন্নদা মণ্ডলের ছেলে তরুন কান্তি মন্ডল (৩২) ও নারী দালাল ভারতের বসিরহাট থানার ঘোজাডাঙ্গা গ্রামের উত্তম মল্লিকের মেয়ে শ্রীমতি কল্যাণী সরকার (২৫)।

এদিন রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, ভোমরা বিওপির একটি বিশেষ দল মেইন পিলার ৪ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ী নামক স্থান থেকে তরুন কান্তি মন্ডল এবং পাচারকারী ভারতীয় নাগরিক শ্রীমতি কল্যাণী সরকারকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় আটক করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশি নাগরিক তরুন কান্তি মন্ডল ভারতে চাকরির উদ্দেশে ভারতীয় পাচারকারী শ্রীমতি কল্যাণী সরকারের সহায়তায় অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশে ভোমরা লক্ষীদাড়ি এলাকায় আগমন করে। ভারতীয় নাগরিকের ব্যাগ তল্লাশি করে একটি মোবাইলফোন ও একটি ভারতীয় আদার কার্ড পাওয়া গেছে।

মো. আশরাফুল হক বলেন, পাসপোর্টবিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটককৃত বাংলাদেশি নাগরিক ও মানব পাচারকারী ভারতীয় দালালকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন