নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের সংবর্ধনাসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) ফুতুল্লা থানাধীন কুতুবপুরের চার নং ওয়ার্ড যুবদল এ অনুষ্ঠানের আয়োজন করে।
৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাদিম ইসলাম জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।
ইউনিয়ন বিএনপির যুগ্ন-সম্পাদক আশরাফুল আলম হিমেলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লা, ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি বাবুল আহাম্মেদ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভখাপতি নজরুল ইসলাম মাতবর, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিস, কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য অনামিকা হক প্রিয়াংকাসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের সঙ্গে এলাকার সাধারণ মানুষ ও ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনে নেতৃবৃন্ত উপস্থিত ছিলেন।
এসময় ইউনিয়ন যুবদলের সদস্য মাকসুদুল ইসলাম লিখন, যুবদল নেতা রাসেল মাহমুদ, ইউনিয়ন কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ সোহান, ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, ৪ নং ওয়ার্ড যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা ইব্রাহীমের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী অনুষ্ঠানে যোগদান করেন।
নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত
22-12-2024 06:05PM