দ্বিগুণ দামে সার বিক্রি: পটুয়াখালীতে দোকানিকে ১৫ দিনের কারাদণ্ড

  13-01-2025 10:00PM

পিএনএস ডেস্ক: দ্বিগুণ দামে সার বিক্রির অপরাধে পটুয়াখালীতে মো. সালাউদ্দিন নামের এক ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে শহরের হেতালিয়া বাঁধঘাট এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী সদর উপজেলার হেতালিয়া বাঁধ ঘাটে সরকারি সার বিক্রির সাব ডিলার। প্রতি কেজি সারের মূল্য সরকারি দর ২১ টাকা নির্ধারণ করা থাকলেও তিনি ৪০ টাকা কেজি দরে বিক্রি করেছিলেন।

সংশ্লিষ্টরা জানান, পটুয়াখালীতে তরমুজ ও অন্যান্য মৌসুমি ফসল আবাদকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল সার ও কীটনাশকে অবৈধভাবে বাড়তি দরে বিক্রি করেছিলেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে গোয়েন্দা নজরদারিসহ অভিযান অব্যাহত থাকবে। কৃষকদের জন্য সরকার নির্ধারিত মূল্যে সার ওষুধ নিশ্চিত ও তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাওয়ার ক্ষেত্রে জেলা প্রশাসন তৎপর থাকবে।

অভিযান পরিচালনা কালে অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক আমিনুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া, সহকারী কমিশনার জিয়াউল ইসলাম সৌরভসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন