পিএনএস ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগের উন্নয়নের উদ্দেশ্য ছিল চুরি করা। আমাদের ঢাকা বিমানবন্দর বাড়িয়েছে। ১০ হাজার কোটি টাকার জিনিস এখন ২২ হাজার কোটি টাকা বানিয়েছে। ১২ হাজার কোটি টাকা দিয়ে চলে গেছে। এই হলো শেখ হাসিনার উন্নয়ন। যে উন্নয়নের ফলে মুদ্রাস্ফীতি হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সরকারের ভয়াবহ হবে আমাদের বৈদেশিক মুদ্রার। সুতরাং সাবধান হোন। আওয়ামী লীগ যদি ঘুরাঘুরি করে তাদের পেটে পারা দিয়ে টাকাগুলো বের করেন, যাতে আমার দেশ লাভ করতে পারে। দেশকে শ্মশান বানিয়ে পালিয়ে গেছে তারা।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বেগম খালেদা জিয়া পায়ে হেঁটে জেলে গিয়েছিলেন আর জেল থেকে ফিরেছেন হুইল চেয়ারে। শেখ হাসিনা নির্মম নির্যাতন করে তাঁকে হুইল চেয়ারে করে বসানো হয়েছে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে সারা বাংলাদেশে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন। বিএনপির উৎসাহের কেন্দ্রবিন্দু হয়েছেন। যার উৎসাহে বিএনপির লাখ লাখ কর্মী জেলে গেছে। জেল থেকে বের হয়ে আবার জেলে গেছে। ফিনিক্স পাখির মতো পুড়ে ছাই হয়ে গেছে। আবার জেগে উঠেছে। গত ১৬ বছরের ইতিহাস জাতীয়তাবাদী দলের আন্দোলনের ইতিহাস। ১৬ বছরের ইতিহাস এই আন্দোলনকালীন ছাত্র-জনতা বিএনপি কর্মীর পক্ষে নির্যাতনের ইতিহাস। ১৬ বছরের ইতিহাস শেখ হাসিনার গুম-খুনের ইতিহাস। গত ১৬ বছরের ইতিহাস আমাদের কর্মীদের হত্যা করার ইতিহাস। গত ১৬ বছরের ইতিহাস আমাদের কর্মীদের গুম করার ইতিহাস। এই গুমের শিকার হয়েছেন আপনাদের কৃতি সন্তান আপনার আমার নেতা ইলিয়াস আলী।
লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে স্থানীয় খলিলপুর ও মনুমুখ ইউনিয়ন বিএনপি এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন নাসির আহমদ শাহীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গৌছ, কেন্দ্রীয় বিএনপির সং-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকী ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন। এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকশি মিছবাহ উর রহমান, এমএ মুকিত, মনোয়ার আহমেদ রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
এসএস
আওয়ামী লীগের উন্নয়নের উদ্দেশ্য ছিল চুরি করা : টুকু
19-01-2025 01:38AM