দুধে পানি বেশি দেওয়ায় ৪ বিক্রেতাকে জরিমানা

  02-03-2025 08:54PM

পিএনএস ডেস্ক : মুন্সীগঞ্জে দুধের বাজারে অভিযান চালিয়ে ৪ বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। রোববার (২ মার্চ) বিকেলে সদর উপজেলার শহর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লংঘন করায় দুধ বিক্রেতা মো. মনির হোসেনকে এক হাজার টাকা, মো. ছালামকে এক হাজার টাকা, মো. শাহ আলম মিয়াকে এক হাজার টাকা ও মো. আশরাফুলকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে শহর বাজার সংলগ্ন দুধ বাজারে মনিটরিং করা হয়। পবিত্র রমজান মাসে গরুর দুধের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দুধের দাম লিটার প্রতি ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত বৃদ্ধি করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া কোনো দোকানদার মূল্য তালিকা প্রদর্শন করছে না। এ সময় মুন্সীগঞ্জ সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর জামাল উদ্দিন মোল্লা ল্যাক্টোমিটার দিয়ে দুধের ঘণত্ব পরিমাপ করেন। দুধে পানির পরিমাণ বেশি পাওয়া যাওয়ায় ভোক্তা অধিকার আইন অনুযায়ী চারজন দুধ বিক্রেতাকে মোট চার হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তাকে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জামাল উদ্দিন মোল্লা ও আনসার ব্যাটালিয়নের একটি টিম।

এ ব্যাপারে আসিল আল আজাদ বলেন, দুধের ঘণত্ব মেপে দেখা যায় দুধে পানি মেশানো হয়েছে। এছাড়া কোনো মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ দুধ বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন