ডেভিল হান্ট অভিযানে আ.লীগ নেতা শেখ কামাল গ্রেপ্তার

  03-03-2025 10:14AM


পিএনএস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগ নেতা শেখ কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন আখাউড়া থানার ওসি মো.ছমিউদ্দিন।

এর আগে, সন্ধ্যায় পৌরসভার লাল বাজার এলাকায় তার নিজ বাড়ি থেকে শেখ কামালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শেখ কামাল ওই এলাকার মৃত শেখ ওসমানের ছেলে। তিনি আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেখ কামালকে গ্রেপ্তার করা হয়। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন