ফের উর্ধ্বমুখী পেঁয়াজের বাজার

  23-11-2019 07:14PM

পিএনএস ডেস্ক : পেঁয়াজের বাজারে অস্থিরতা কাটছেই না। কেজিতে প্রতিদিনই বাড়ছে ১০ থেকে ১৫ টাকা। আমদানির প্রভাব পড়েনি পাইকারী ও খুচরা বাজারে। সরবরাহ কম থাকাকে দুষছেন ব্যবসায়ীরা। উড়োজাহাজে আমদানি করার পরও বাজারে পেঁয়াজের দাম কমছে না।

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর শ্যামবাজার ও কারওয়ান বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৭০ থেকে ১৮০ টাকায়।

আর খুচরা বাজারে কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে কেজিতে ১৯০ থেকে ২০৫ টাকায়। দাম বাড়ার জন্য সরবরাহ কম থাকাকে দায়ী করলেন ব্যবসায়ীরা।

দেশী পেঁয়াজ বাজারে না ওঠা পর্যন্ত দাম কমার কোনো সম্ভাবনা নেই বলেও জানান তারা।

এদিকে, খুচরা ব্যবসায়ীরা বললেন, পাইকারী বাজারে দাম বেশি থাকায় পেঁয়াজ বিক্রিতে আগ্রহ কম তাদের।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন