ঘাটাইলে পাঠ্যপুস্তকে ভুল, বাইরে আনন্দপাঠ ভিতরে কৃষি শিক্ষা

  03-01-2018 07:56PM

পিএনএস, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত মাধ্যমিক শাখার ৭ম শ্রেনির বইয়ে ব্যাপক হারে ভুল পাওয়া গেছে।

আনন্দপাঠ (বাংলা দ্রতপঠন) বইয়ে কভার পেইজের পরেই কৃষি শিক্ষার দুটি অধ্যায় সংযোজিত হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম শ্রেণির আনন্দপাঠ বইটিতে পাওয়া গেছে এই ত্রুটি।

উপজেলার ঝুনকাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বিতরণ করা ৭ম শ্রেণির আনন্দপাঠ বইয়ে দেখা যায়, বইটির উপরে লেখা আনন্দপাঠ বাংলা দ্রতপঠন কিন্তু বইয়ের প্রথম পৃষ্টা খুলতেই বেড় হয় ৭ম শ্রেণির কৃষি শিক্ষার সূচিপত্র। ১নং পৃষ্টায় প্রথম অধ্যায় কৃষি ও আমাদের সংস্কৃতি, ১৩নং পৃষ্টায় আনন্দ পাঠের পল্প বুলু লেখক অজিতক কুমার গুহ। আবার ১৬ নং পৃষ্টায় কৃষির ২য় অধ্যায় কৃষি ও প্রযুক্তি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক জানান, অনেক প্রতিষ্ঠান থেকে এ ধরনের অভিযোগ পেয়েছি। বিষয়টি উর্ধ্বতন কর্তপক্ষকে অবগত করা হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন