প্রাক্তন ৭ কৃতি সূর্যসারথিকে সম্মাননা জানাবে ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজ

  06-01-2018 05:29PM

পিএনএস : ঢাকা ইউনিভার্সিটি ও মাষ্টার দা সূর্যসেন হলের দেশ বরেণ্য এলামনাই (প্রাক্তন শিক্ষার্থী) ৭ জন কৃতি সূর্যসারথিকে সম্মাননা জানিয়ে ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজের ৩০ বছর পূর্তি উপলক্ষে এই প্রথম প্রীতি সম্মিলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলামনাই বিশিষ্ট পারমাণবিক বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া প্রতিষ্ঠিত (১৯৯১)- সাধনা সংসদ ফাউন্ডেশন।

রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ২৪ এপ্রিল, মঙ্গলবার বিকাল ০৫ টায়। দেশ বিদেশে অবস্থানরত ঢাবি এলামনাই এতে অংশ নিতে আগামী ১৫ এপ্রিল ২০১৮ এর মধ্যে “আলী নিয়ামত, সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজ এবং নির্বাহী সভাপতি, সাধনা সংসদ ফাউন্ডেশন, মোবাইল: ০১৯১৫৮৪৪৯৭৭, ০১৭১১৪৩০৩৫৬,ই-মেইল: [email protected] এই ঠিকানায় এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

আলী নিয়ামত, সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজ এবং নির্বাহী সভাপতি, সাধনা সংসদ ফাউন্ডেশন মোবাইল: ০১৯১৫৮৪৪৯৭৭, ০১৭১১৪৩০৩৫৬ ই-মেইল: [email protected]
প্রচারে: বাংলাদেশ ডিজিটাল লাইব্রেরী ও দৈনিক বঙ্গজননী।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন