শিক্ষার ক্ষেত্রে ভ্যাট বসানোর পরিকল্পনা সরকারের নেই

  10-04-2018 03:08PM


পিএনএস ডেস্ক: বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ শিক্ষার ক্ষেত্রে আগামী অর্থবছরে ভ্যাট আরোপের ব্যাপারে অর্থমন্ত্রীর উদ্বৃতি দিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তাতে ভুল বুঝাবুঝিরর সৃষ্টি হয়েছে। তাই প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষার ক্ষেত্রে ভ্যাট বসানোর পরিকল্পনা সরকারের নেই। আমরা আগামী বাজেটে ভ্যাট আরোপ করছি না।

শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা কমিশনে মঙ্গলবার এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধানমন্ত্রীর এই নির্দেশনা সাংবাদিকদের জানান। পরিকল্পনামন্ত্রী জানান, বিষয়টি প্রধানমন্ত্রী শুনার পরই এই নির্দেশনা দেন। যাতে করে কোনো ধরনের বিভ্রান্তির সৃষ্টি না হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন