রাবিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

  11-07-2018 10:30PM

পিএনএস, রাবি প্রতিনিধি : “পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। বুধবার দিবসটি উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ।

বুধবার সকাল ৯টায় র‌্যালির উদ্ধোধন করেন বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক এম খলিলুর রহমান । র‌্যালিটি তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে মিলিত হয়। এতে বিভাগের শিক্ষকসহ দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

পরে বেলা ১১টায় বিভাগের পপুলেশন গ্যালারিতে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে জনসংখ্যা বিষয় এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অধ্যাপক রফিকুল ইসলামের সঞ্চালনায় জনসংখ্যা দিবসের পটভূমি নিয়ে আলোচনা করেন অধ্যাপক নূরুজ্জামান হক। পরিবার পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন অধ্যাপক মাহফুজুর রহমান। জনসংখ্যার সঠিক তথ্য-উপাত্ত নিয়ে আলোচনা করেন অধ্যাপক আশরাফুল ইসলাম। বিশ্ব জনসংখ্যা দিবস সম্পর্কে বিস্তারিত তত্ত ও তথ্য ভিত্তিক আলোচনা করেন বিশ্ব জনসংখ্যা দিবস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বিভাগের বিভিন্ন বর্ষে শিক্ষার্থীরা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন