রাবিতে নয় দফা দাবিতে মশাল মিছিল

  06-08-2018 10:30PM

পিএনএস, রাবি সংবাদদাতা : ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার বিচারসহ নয় দফা দাবিতে মশাল মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘নিপীড়ন বিরোধী’ শিক্ষার্থীরা।

সোমবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় ।

সমাবেশ শেষে চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিলা খাতুন বলেন, ‘দুজন শিক্ষার্থীর মৃত্যু আমাদের নৌ-মন্ত্রীর কাছে হাস্যের বিষয়। এরপর শিক্ষার্থীরা নয় দফা দাবিতে রাস্তায় নামলে তাদের ওপর হামলা করা হয়। এ হামলায় শুধু শিক্ষার্থী নয় অনেক সাংবাদিকও আহত হয়। বাংলাদেশের ইতিহাসে যা একটি ন্যাক্কারজনক ঘটনা। এ সময় তিনি হামলায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান। সমাবেশ থেকে আজ মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।

মশাল মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন