সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বরণে রাবিতে মোম প্রজ্জ্বলন

  08-08-2018 08:51PM

পিএনএস, রাবি সংবাদদাতা : দেশব্যাপী সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ ধারণ করে মোম প্রজ্জ্বলন ও মৌন মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা’।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে থেকে এক মৌন মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে নিহদের স্মরণে আগুনের পরশ মনি গাওয়া হয়। এতে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। একই স্থানে সন্ধ্যা সাড়ে ৭টায় এক প্রতিবাদী সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রসঙ্গত, সারা দেশে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকালে শিক্ষার্থীদের ওপর হামলা প্রতিবাদে নিয়মিত বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা’। তারই ধারাবাহিকতায় আজ তারা কালো ব্যাজ ধারণ করে মোম প্রজ্জ্বালন ও মৌন মিছিল করেন ।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন