রাবি প্রগতিশীল শিক্ষক সমাজের নির্বাচনে আহ্বায়কসহ ১৮টি পদে ভিসিপন্থীদের জয়

  09-08-2018 09:28PM

পিএনএস, রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির নির্বাচনে আহ্বায়কসহ ১৮ পদে জয়ী হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহান সমর্থিত প্যানেল।

বৃহস্পতিবার রাতে প্রধান নিবার্চন কমিশনার অধ্যাপক জুলফিকার আলী এ ফলাফর ঘোষণা করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচন আহ্বায়ক পদে ভিসি সমর্থিত প্যানেলের প্রার্থী অধ্যাপক এম মজিবুর রহমান ২২০টি ভোট পান। অপরদিকে, সাবেক ভিসি মুহম্মদ মিজানউদ্দিন সমর্থিত প্যানেলের প্রার্থী অধ্যাপক ড. সুলতান উল ইসলাম (টিপু) ১৭৯ ভোট এবং সাধারণ প্যানেলের প্রার্থী অধ্যাপক হাবিবুর রহমান ১৬০টি ভোট পান। এ ছাড়া ২০টি সদস্য পদের ১৭টিতেই জয়ী হয়েছে ভিসিপন্থী প্যানেল। বাকি তিনটির দুটিতে সাবেক ভিসিপন্থী এবং একটিতে সাধারণ প্যানেল জয় পেয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দলের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন