'অপ্রদর্শিত বা কালো টাকা সমাজে বৈষম্যের সৃষ্টি করছে’

  26-06-2019 09:35PM

পিএনএস, জাবি প্রতিনিধি : অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘অপ্রদর্শিত বা কালো টাকা সমাজে বৈষম্যের সৃষ্টি করছে। যাদের টাকা যত বেশি তাদের প্রত্যক্ষ কর তত কম। কারণ ধনী ব্যক্তিদের প্রকৃত অর্থের হিসেব প্রকাশ্যে আসছে না। ফলে তাদের প্রত্যক্ষ কর কমে যাচ্ছে। সেকারনে বাড়ছে পরোক্ষ কর। যার জন্য ভুক্তভোগী হচ্ছে সাধারণ জনগণ। ফলে সাধারণ জনগণের সঙ্গে ধনীদের বৈষম্য বাড়ছে।’

বুধবার (২৬ জুন) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের ১১৯ নং কক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার আয়োজনে ‘বাজেট ২০১৯-২০: কতটা উন্নয়নের, কতটা বৈষম্যের’ শীর্ষক আলোচনা সভায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ এসব কথা বলেন।

আনু মুহাম্মদ বলেন, ‘বিশ্বের কল্যাণমূলক রাষ্ট্রগুলোতে ট্যাক্স রেশিও অনেক বেশি। তবে সেসব দেশে ধনবানদের কাছ থেকে ট্যাক্স নিয়ে জনগণের কল্যাণে ব্যয় করে সরকার। আর বাংলাদেশে যারা নিম্ন আয়ের মানুষ, তাঁদের কাছ থেকে বিভিন্ন উপায়ে ট্যাক্স আদায় করা হচ্ছে। কিন্তু যাদের টাকা-পয়সা যত বেশি, তাঁদের ট্যাক্স তত কম।’

তিনি আরও বলেন, ‘সরকারের হিসাব অনুযায়ী, বাংলাদেশে বৈষম্য বাড়ছে। দেশের সকল অর্থনীতিবিদ এটা স্বীকার করছেন এবং সরকারের মন্ত্রীরাও বলেন যে, আমাদের বৈষম্য বাড়ছে, এটা কমানো দরকার। দেশের শীর্ষ ১০ শতাংশ ধনীদের আয়ের হিসাব কেউ জানে না। তাঁদের আয়কে ভদ্রভাবে বলা হয়, অপ্রদর্শিত আয়। ঋণখেলাপি ও ব্যাংক জালিয়াতদের কারণে ব্যাংকে যে শূণ্যতা তৈরি হচ্ছে, তা পূরন করা হচ্ছে জনগণের করের টাকা দিয়ে। এই টাকাটা দিতে গিয়ে শিক্ষা খাতের বাজেট কমে যাচ্ছে।’

এছাড়াও একটি দেশকে সামনে এগিয়ে নিতে হলে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ খাতে বেশি বরাদ্দ দেওয়ার কথা। অথচ শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বেশি দেখানোর জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের অভ্যন্তরীন প্রশিক্ষণ ও পারমানবিক ব্যায়কেও শিক্ষাখাতের অন্তর্ভূক্ত করা হয়েছে বলেও উল্লেখ করেন আনু মুহাম্মদ।

জাবি ছাত্রফ্রন্টের সভাপতি সুষ্মিতা মরিয়মের সভাপতিত্বে আলোচনা সভায় কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমরান হাবিব রুমন বলেন, ‘এই উপমহাদেশে শিক্ষা ও গবেষণা খাতে সবচেয়ে কম বরাদ্দ দেওয়া হয় বাংলাদেশে। গবেষণায় বরাদ্দ এতোটাই কম যে এতে আগ্রহ হারিয়ে ফেলছে শিক্ষক-শিক্ষার্থীরা।’

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন