রাস্তায় শারীরিক লাঞ্ছনার শিকার জবি ছাত্রী

  06-03-2020 11:26PM

পিএনএস ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থীকে পুরান ঢাকার রাস্তায় শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে ভুক্তভোগী শিক্ষার্থী সূত্রাপুর থানায় মামলা দায়ের করেছে। এ ঘটনার দ্রুত বিচারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন।

মামলার এজাহারে বলা হয়েছে, শুক্রবার (৬ মার্চ) সকালে কবি নজরুল সরকারি কলেজের পেছন থেকে নাটকের রিহার্সেলের জন্য যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। কলেজের পেছনের তিন রাস্তার মোড়ে দু’জন মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীটিকে বাজেভাবে স্পর্শ করে এবং মানুষ জড়ো হওয়ার পূর্বেই পালিয়ে যায় তারা।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমি বাসা থেকে ক্যাম্পাসে যাওয়ার সময় কলতাবাজার এলাকায় কবি নজরুল কলেজের পেছন থেকে দুজন মোটরসাইকেল আরোহী পাশ কাটিয়ে যাওয়ার সময় বাজেভাবে স্পর্শ করে। ঘুরে তাকালে তারা বাইক থামিয়ে পেছনের জন আমাকে বলে, আবার পেছনে দেখিস! এ সময় তারা আরও অকথ্য ভাষায় গালি দেয়।’

তিনি আরও বলেন, ‘ঘটনা পরবর্তী থানায় মামলা করা হয়েছে। পুলিশি তৎপরতায় সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে এতে ঘটনার স্পষ্ট প্রমাণ আছে।’

সিসিটিভি ফুটেজে দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত হয়েছে, কিন্তু গাড়ির নম্বর শনাক্ত হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

সূত্রাপুর থানার ওসি (তদন্ত) স্নেহাশীষ রায় বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগ আমরা পেয়েছি। আমরা মামলা নিয়েছি। সিসি টিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে। দোষীদের শনাক্ত করতে বেশি সময় লাগবে না।’

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গেই আমরা সব প্রক্টররা সূত্রাপুর থানায় মেয়েটিকে বাদী করে মামলা করি। এ বিষয়টা আমরা প্রক্টরিয়াল বডি খুব গুরুত্বসহকারে দেখছি।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হলে ভালো হতো কি না? জবাবে তিনি বলেন, ‘মামলার দ্রুততার জন্য ভিকটিম বাদী হয়েছে। তবে আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখব।’

এদিকে, এ ঘটনার দ্রুত বিচারের দাবিতে ছাত্র ইউনিয়ন জবি সংসদের সভাপতি কেএম মুত্তাকী এবং সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিন এক বিবৃতিতে বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রশাসন নির্লিপ্ত ভূমিকা পালন করছে।’

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন