দেড় বছর ধরে পাসপোর্ট পাচ্ছি না : ভিপি নুর

  13-06-2020 11:48PM

পিএনএস ডেস্ক : ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, দেড় বছর ধরে আমি আমার পাসপোর্ট পাচ্ছি না। দেশে কোনো বিচার নেই। মানুষ কী করে বিচার পাবে? প্রধান বিচারপতি নিজেই যেখানে অবিচারের শিকার হচ্ছেন।

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক অনুষ্ঠানে ইন্টারনেটে যুক্ত হয়ে তিনি এ অভিযোগ করেন। ‘রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ প্রজন্মের’ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নুর আরো বলেন, দেশে শুধু স্বাস্থ্য খাতে সমস্যা নয়, সমস্যা সব জায়গায়। তেলবাজ, চাটুকারদের গুরুত্বপূর্ণ জায়গায় বসানোর কারণে কোনো কাজ হচ্ছে না।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সভায় যুক্ত হন বিএনপির সাবেক নেতা কর্নেল (অব.) অলি আহমদ, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন