পিএনএস ডেস্ক: আগামী ৩০ মার্চের নির্ধারিত ৪০তম বিসিএসের ভাইভার সূচি পরিবর্তিত হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী ৩০ মার্চের ১৮০ জনের মৌখিক পরীক্ষা আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে।
বুধবার পিএসসি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, পবিত্র শবে বরাত উপলক্ষে ৩০ মার্চ অনুষ্ঠেয় ৪০তম বিসিএস পরীক্ষার সাধারণ ক্যাডারের মোট ১৮০ জন পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষার তারিখ আগামী ১৫ জুন পুনর্নির্ধারণ করা হলো।
সম্প্রতি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে পিএসসি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী।
প্রসঙ্গত, ৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছ।
পিএনএস/এএ
বিসিএসে মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন
24-03-2021 01:05PM