অবন্তিকার মৃত্যু : সুষ্ঠু বিচারের দাবিতে জবিতে অবস্থান কর্মসূচি

  18-03-2024 04:48PM

পিএনএস ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার সুষ্ঠু বিচারের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা৷

অবস্থান কর্মসূচিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, আন্দোলনের মুখেই গত পরশু রাতে দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকীকে আটক করা হয়েছে। আন্দোলনই আমাদের একমাত্র ভাষা। আমরা সেই চাপটা তৈরি করতে পেরেছিলাম বলেই প্রশাসন কিন্তু বাধ্য হয়েছিল আন্দোলনের মুখে এই পদক্ষেপ নিতে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন