অনির্দিষ্টকালের জন্য কুবি বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

  30-04-2024 11:47PM

পিএনএস ডেস্ক: শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এতে আবাসিক হল সমূহও বন্ধ থাকবে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ৯৩তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিন্ধান্ত নেয়া হয়।

সিন্ডিকেট সূত্র জানায়, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও হলসমূহ বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তীতে আলাপ-আলোচনা করে বিশ্ববিদ্যালয়ে দুটি কমিটি গঠন করা হবে। একটি শিক্ষকদের দাবি-দাওয়ার ব্যাপারে এবং অন্যটি পুরো ঘটনার প্রেক্ষাপটে।

আবাসিক হল কেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে সিন্ডিকেটের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান, উপাচার্য দাবি করছেন আবাসিক হলগুলোতে প্রচুর অস্ত্র ঢুকছে। এতে বিশৃঙ্খলা ঘটতে পারে। তাই হলও বন্ধ রাখা হয়েছে।

সিন্ডিকেটের সিন্ধান্তের বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘প্রশাসনের সব সহকর্মীরাই পদত্যাগ করেছেন। এখন উপাচার্য বুঝতে পেরেছেন তার পতন শুধুই সময়ের ব্যপার ৷ তাই তিনি কালক্ষেপণের অপচেষ্টা করেছেন।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন