ফেসবুক গুজবের শিকার কবি আল মাহমুদ!

  07-10-2018 01:19AM

পিএনএস ডেস্ক : সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে প্রয়াত অভিনেতা আনোয়ার হোসেন ও কবি আল মাহমুদের দুরবস্থার কথা সংক্রান্ত একটি স্ট্যাটাস। তবে বিষয়টি সত্য নয় বলে দাবি করেছেন আল মাহমুদের পরিবার।

ফেসবুকে ভাইরাল হওয়া স্ট্যাটাসে কবি আল মাহমুদকে নিয়ে লেখা ছিল, ২ সন্তানের জনক সময়ের সাহসী কবি আল মাহমুদ। বনানীর বাড়ী বিক্রী করে সন্তানদের বিদেশে পাঠান আর ফিরে আসেনি আদরের দুলালেরা। কবি আজ নিজ গ্রামের বাড়ীতে বিছানায় পড়ে রয়েছেন। দেখার কেউ নেই। এক সময় চলে যাবেন না ফিরার দেশে।

তবে ভাইরাল হওয়া তথ্যের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই বলে জানিয়েছেন আল মাহমুদের বড় ছেলে শরীফ মাহমুদ। তিনি বলেন, এগুলো সবই মিথ্য কথা। বাবা আমাদের সঙ্গেই আছেন। তার শারীরিক অবস্থাও ভালো। আমি এসব গুজবের তীব্র নিন্দা জানাই।

কবি আল মাহমুদের ব্যক্তিগত সহকারী ও সাংবাদিক আবিদ আজম জানিয়েছেন, বিষয়টি পুরাই গুজব। এর কোনো ভিত্তি নাই। ওনি মগবাজারে বড় ছেলের কাছেই আছেন। তার বড় ছেলে ও ছেলের বৌ তার যথেষ্ট যত্ন নেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন