ধর্মের দোহাই দিয়ে বন্ধ করা হলো ‘আর্টিকেল ১৫’!

  01-07-2019 04:39PM

পিএনএস ডেস্ক : সম্প্রতি বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতাদের মধ্যে একজন হলেন আয়ুষ্মান খুরানা। অভিনয়ে দক্ষতা দেখিয়ে একের পর এক পুরষ্কার অর্জন করেছেন তিনি। হাতে রয়েছে প্রচুর ছবি।

শুক্রবার (২৮ জুন) মুক্তি পায় অনুভব সিনহা পরিচালিত আয়ুষ্মান খুরানা অভিনীত ‘আর্টিকেল ১৫’ ছবিটি। এ ছবির ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্কে রয়েছে তার নতুন ছবি 'আর্টিকেল ১৫'। ছবিটি মুক্তি পাওয়ার পরই এক দল ধর্মভীরু মানুষের তোপের মুখে পড়ে সিনেমাটি। অভিযোগ করা হচ্ছে ব্রাহ্মণ সমাজের বিরুদ্ধে এবং তাদেরকে অপমান করার চেষ্টা চালানো হয়েছে ছবিতে।

তবে এই সিনেমার নির্মাতা অভিযোগ তুলেছেন, কিছু ধর্মভীরু মানুষ সিনেমা হল ভাঙচুরের হুমকী দিয়ে হল থেকে সিনেমাটি নামাতে বাধ্য করেছে।

‘আর্টিকেল ১৫’ সিনেমাটি মুক্তির দ্বিতীয় দিনেই বক্স অফিসে আয় হয় ৭ কোটি ২৫ লক্ষ।

জানা গেছে, শুক্রবার সিনেমাটি মুক্তি পেলে একদল লোক কানপুরে হামলা চালায়। সেই হামলার জের ধরেই এই সিনেমার সবকটি শো বন্ধ করে দেওয়া হয়। হামলাকারীরা এই সিনেমার পোস্টার ছিঁড়ে ফেলে। স্লোগান তোলে পরিচালকের বিরুদ্ধেও।

কানপুরের এক হল মালিক বলেন, ‘সিনেমার বিষয়ের সঙ্গে আমাদের পূর্ণ সমর্থন আছে। কিন্তু এই সিনেমা চালিয়ে হল ভাঙচুর হোক তা আমরা চাই না। এমনকী পুলিশও আমাদের সেই নিরাপত্তা দিচ্ছে না। আমরা ডিস্ট্রিবিউটারদের বলেছি যে কানপুরে এই সিনেমার কোনও শো রাখা যাবে না।’

পরিচালক অনুভব সিনহা বলেন, ‘কানপুরের ব্রাহ্মণদের এমন আচরণে আমি স্তম্ভিত হয়ে গেছি। প্রশাসনও বিষয়টি নিয়ে গা ছাড়া মনোভাব দেখিয়েছেন। এদিকে ভারতের অন্য শহরে আমাদের ছবি ভালো সাড়া ফেলেছে। সেখানে সবকটি শো হাউসফুল হচ্ছে।’

সিনেমাটির মূল চরিত্রে আয়ুষ্মান খুরানার পাশাপাশি ইশা তালওয়ার, কুমুদ মিশ্র, মনোজ পাহওয়া, সায়নি গুপ্ত ও মোহাম্মদ জিসান আয়ুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন