করোনাক্রান্ত টেনিস তারকা জোকোভিচ

  24-06-2020 02:38AM

পিএনএস ডেস্ক : পুরুষদের মধ্যে বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় সার্বিয়ান নোভাক জোকোভিচ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে তিনি হলেন চতুর্থ টেনিস খেলোয়াড় যিনি এ টুর্নামেন্টে করোনা পজিটিভ হলেন।

ক্রোয়েশিয়ার বোর্না করিক, বুলগেরিয়ার গ্রিগর ডিমিট্রভ এবং ভিক্টর ট্রুইকি এর আগে বলকান অঞ্চলে জোকোভিচের অ্যাডরিয়া ট্যুর প্রদর্শনী টুর্নামেন্টে খেলার পরে করোনা পজেটিভ হয়েছেন।
ক্রোয়েশিয়ার জাদার থেকে বেলগ্রেডে ফেরার পর তার করোনা পরীক্ষা করা হয়। এতে তিনি এবং তার স্ত্রী জেলিনা উভয়েই করোনা পজেটিভ হয়েছেন। তবে, তাদের সন্তানেরা উক্ত পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। এদিকে টুর্নামেন্টে দিমিত্রভের করোনার ইতিবাচক পরীক্ষার ফলাফল পজেটিভ হলে টুর্নামেন্টের ফাইনাল বাতিল করা হয়।

বিবৃতিতে জোকোভিচ বলেছেন, এ সংক্রমণের জন্য প্রত্যেকের কাছে আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। আমি আশা করি এটি কারো স্বাস্থ্যকে জটিল করে তুলবে না এবং সবাই ভাল থাকবেন।’
আজ এক বিবৃতিতে জোকোভিচ বলেছেন, ‘গত মাসে আমরা যা কিছু করেছি তা খোলা মনে এবং আন্তরিক উদ্দেশ্য নিয়েই করেছি। আমাদের টুর্নামেন্ট থেকে প্রাপ্ত অর্থ এ অঞ্চল জুড়ে সংহতি ও সহানুভূতির জন্য ব্যয় করা হবে।’

তিনি আরো বলেন, ‘ভাইরাসটি দুর্বল হয়ে যাওয়ার মুহুর্তে আমরা টুর্নামেন্টটি আয়োজন করেছিলাম। দুর্ভাগ্যক্রমে, এই ভাইরাসটি এখনো বিদ্যমান। এটি একটি নতুন বাস্তবতা যা আমরা এখনো মোকাবেলা করতে এবং এর থেকে বাঁচতে শিখছি।’

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন