সার্বিয়ান মডেল মিনা এখন বাংলা ছবির নায়িকা!

  20-04-2015 03:15PM

পিএনএস : বাংলাদেশের ছবিতে অভিনয় করলেন সার্বিয়ান মডেল মিনা চেতকোভিচ। নাম ‘হৃদয়ের রংধনু’। এরই মধ্যে ছবিটির ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এর দৃশ্যায়ন হয়েছে ঢাকা, কক্সবাজার, সেন্টমার্টিন, সোনাদিয়া দ্বীপ ও বান্দরবানে। এতে অভিনয়ের জন্য সার্ফিং শেখা ও লাইফ জ্যাকেট ছাড়া মাঝসমুদ্রে ভেসে থাকার পাশাপাশি অক্সিজেন মাস্ক পরে সমুদ্রতলে নেচেছেন মিনা।



‘হৃদয়ের রংধনু’র মুল ভাবনা কায়েস চৌধুরীর। এতে দেখা যাবে, তিন তরুণ ও এক বিদেশি তরুণী বেড়াতে এসে নিরুদ্দেশ হয়ে যায় একটি দ্বীপে। এরপর ঘটতে থাকে রোমাঞ্চকর সব ঘটনা। ছবিটিতে আরও অভিনয় করছেন শামস কাদির, মুহতাসিন সজন ও খিং সাই মং মারমা। অ্যাডভেঞ্চার ধাঁচের ছবিটি পরিচালনা করছেন রাজীবুল হোসেন। তিনিই এর নির্বাহী প্রযোজক। রাজীবুল জানালেন, শিগগিরই ছবিটি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।



এ ছবিতে মোট গান থাকবে ছয়টি। এগুলোর সংগীত পরিচালনা করছেন শাকিব চৌধুরী, ফারহান ও নীলকণ্ঠ। শিগগিরই শিরোনাম-সংগীত ও একটি আইটেম গানের চিত্রায়ন হবে। এখন তারই প্রস্তুতি চলছে। ‘হৃদয়ের রংধনু’ প্রযোজনা করছে এআইএমসি।


পিএনএস/সামির/শাহাদাৎ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন