যে কারণে মুম্বাই অপরাধ দমন শাখা ডেকেছে তামান্নাকে

  30-04-2024 01:21PM



পিএনএস ডেস্ক: ভারতীয় চিত্রনায়িকা তামান্না ভাটিয়া। সুনামের সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন দক্ষিণ ও বলিউড ইন্ডাস্ট্রিতে। এবার তার বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। নাম এসেছে অনলাইনে আইপিএলের বেআইনি সম্প্রচারকাণ্ডে।

তামান্না ভাটিয়াকে মহারাষ্ট্র পুলিশের সাইবার অপরাধ দমন শাখার তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর জন্য এপ্রিলের ২৯ তারিখ জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে হাজিরা দিতে আসতে পারেননি তিনি। চেয়েছেন মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার কাছে সময়। খবর : নিউজ ১৮

গত বছর ‘ফেয়ার প্লে’ নামের একটি অ্যাপে বেআইনিভাবে আইপিএলের সম্প্রচারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এর আগে ‘মহাদেব বেটিং’ অ্যাপকাণ্ড প্রকাশ্যে আসে। তদন্তে পুলিশ দাবি করেছে, দুটি অ্যাপের মধ্যে যোগসূত্র রয়েছে তামান্নার। যার জন্যই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।

মুম্বাই পুলিশকে তামান্নার পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে তিনি ভারতে নেই। জিজ্ঞাসাবাদের নতুন নির্ধারণ করা হলে তিনি উপস্থিত থাকতে পারবেন।

এর আগে এই অ্যাপের সঙ্গে জড়িত থাকার কারণে অভিনেতা রণবীর কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজ, সংগীতশিল্পী বাদশাসহ একাধিক বলিউড তারকাকে জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশ। সম্প্রতি ২৩ এপ্রিল অভিনেতা সঞ্জয় দত্তকেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চিঠি পাঠান। অভিনেতা দেশে না থাকায় তিনিও হাজির হতে পারেননি।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন