স্যান্ডেলে সাঁটা মোবাইল ক্যামেরা, তরুণীরা সাবধান!

  12-01-2018 12:47AM

পিএনএস ডেস্ক: রাস্তা-ঘাটে তরুণীদের দেখলেই এগিয়ে যায় সে। শুরু করে ওই তরুণীকে ফলো করা। বেশ কিছুটা পথ চলার পর থেমে যায়। আবার কারো সঙ্গে কথা বলার চেষ্টাও করে। উদ্দেশ্য, তরুণীদের ভিডিও করা। তার স্যান্ডেলের সঙ্গে সাঁটানো থাকে মোবাইলের ক্যামেরা। এমন ঘটনায় ভারতের কেরালা থেকে বিরজু নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পথ চলতি তরুণীদের কাউকে স্কার্ট বা ড্রেস পরা অবস্থায় দেখলেই এগিয়ে যেত বিরজু। শুরু করতো ওই তরুণীকে ফলো করা। তরুণীদের ফলো করে স্যান্ডেলে বিশেষ ভাবে সেঁটে রাখা মোবাইলের ক্যামেরা দিয়ে দিয়ে তাদের ভিডিও করতো।

স্যান্ডেলের নীচের অংশে কেটে নিয়ে মোবাইল রাখার জায়গা বানিয়েছিল বাইজু। এরপর সুযোগ মতো তরুণীদের ফলো করত। দূরত্ব ঠিকঠাক বজায় রাখতে পারলেই ভিডিও তৈরি। এইভাবেই বেশ কিছু ভিডিও ক্লিপ তৈরি করেছিল।

কিন্তু, দৌড় বেশিদূর হয়নি। ভিড় রাস্তায় বিরজুর ব্যবহারে সন্দেহ হয় পুলিশদের। বারবার নিজের পায়ের দিকে তাকাচ্ছিল সে। আর এতেই সন্দেহের গন্ধ পান পুলিশ। বিরজুকে জেরা করলে সত্যি বলে দেয় সে। গ্রেপ্তার করা হয়েছে তাকে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন