যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্কুলে হামলাকারী ১৭ বছরের কিশোর

  19-05-2018 12:40PM

পিএনএস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হয়েছে বলে জানা গেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

এদের মধ্যে নয়জন শিক্ষার্থী ও একজন শিক্ষক। চলতি বছর আমেরিকার ফ্লোরিডার মত টেক্সাসে হামলাকারীও কিশোর। কিশোরের বয়স ১৭ বছর।

সান্তা ইফ হাই স্কুলের শিক্ষার্থীরা জানিয়েছেন, কিশোর হামলাকারী ডিমিট্রিওস প্যাগোরিটজ তাদের আর্টের শ্রেণিকক্ষে প্রবেশ করে প্রথমে এক নারী শিক্ষার্থীকে গুলি করে। এসময় অন্যরা পালাতে দৌড় দিলে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়।

এতে এক পুলিশ সদস্য আহত হওয়ার খবরও পাওয়া গেছে। এ ঘটনায় ৫৭ জন নিহত ও ১০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে পুলিশ।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। হামলাকারীকে আটকের খবরও জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে তাকে জেলে রাখা হয়েছে। প্রাথমিকভাবে হামলার কারণ জানা যায়নি। আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর বিষয়টি অবগত হয়ে ‘উদ্বিগ্ন’ রয়েছেন জানিয়ে এক টুইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবার মঙ্গল কামনা করেছেন।

চলতি বছর যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত অন্তত একশ’ গুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ওয়েবসাইট ‘গান ভায়োলেন্স আর্কাইভ’।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ফ্লোরিডায় একটি স্কুলে শিক্ষার্থীদের উপর বন্দুকধারীর নির্বিচার গুলির ঘটনায় ১৭ শিক্ষার্থী নিহত হন। সূত্র: সিএনএন

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন