তিন মিনিট দেরি হওয়ায় ক্ষমা চাইলেন জাপানের মন্ত্রী

  23-02-2019 09:56AM



পিএনএস ডেস্ক: পার্লামেন্টারি কমিটির বৈঠকে তিন মিনিট দেরি করায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন জাপানের অলিম্পিক মন্ত্রী ইয়োশিতাকা শাকুরাদা।

মন্ত্রীর বৃহস্পতিবারের সেই পর পার্লামেন্টের বাজেট কমিটির বৈঠক ৫ ঘণ্টা বয়কট করে বিক্ষোভ করেন বিরোধীরা। তারা বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয় যে ইয়োশিতাকা শাকুরাদা অফিসের প্রতি দায়িত্বশীল নন।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন মন্তব্যের কারণে সমালোচিত হয়েছিলেন ইয়োশিতাকা শাকুরাদা। সূত্র: বিবিসি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন