গাজায় ইসরায়েলের বিমান হামলা

  24-03-2021 02:06PM

পিএনএস ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীরের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালানোর পর তারা বুধবার রাতেই এ হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা এএফপি’কে ফিলিস্তিন ভূখণ্ডের প্রত্যক্ষদর্শীরা বলেন, স্থানীয় সময় রাত আড়াইটার পরপরই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজার দক্ষিণাঞ্চলে হামাসের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এর আগে, সামরিক বাহিনীর এক মুখপাত্র এএফপি’কে বলেন, গাজা থেকে ছোঁড়া রকেট ইসরাইলের দক্ষিণাঞ্চলে একটি ফাঁকা মাঠে আঘাত হানে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, গাজা উপত্যকা থেকে বুধবার রাতে ইসরায়েলে চালানো রকেট হামলার জবাবে আইডিএফ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ব্যবহার করে হামাসের একটি রকেট কারখানায় এবং সামরিক স্থাপনায় হামলা চালায়।

ইসরায়েলের উদ্দেশে চালানো রকেট হামলায় ক্ষতি বা হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জানুয়ারির পর থেকে এই প্রথমবারের মতো ফিলিস্তিন ভূখণ্ড থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন