সু চির দলের সদর দফতরে ককটেল হামলা

  26-03-2021 01:43PM


পিএনএস ডেস্ক: মিয়ানমারের ইয়াঙ্গুনে অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) সদর দফতরে ককটেল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দলটির এক কর্মকর্তা। শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে এই হামলা চালানো হয়। হামলার পরপরই এনএলডির কার্যালয়ে আগুন ধরে যায়।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এনএলডির ওই সদর দফতরের দায়িত্বে থাকা সোয়ে উইন বলেন, এলাকার বাসিন্দারা আগুন নেভাতে দমকল বিভাগকে খবর দেয়। আনুমানিক ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। মনে হচ্ছে কেউ মলোটোভ ককটেলে আগুন ধরিয়ে তা সদর দফতরের দিকে ছুড়ে দিয়েছিল।সূত্র: ব্যাংকক পোস্ট


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন