গণতন্ত্র সুরক্ষায় কাজ করছে মিয়ানমারের জান্তা

  27-03-2021 03:56PM


পিএনএস ডেস্ক: দেশের জনগণকে রক্ষা ও গণতন্ত্র অর্জনের জন্য লড়াই চালিয়ে যাবে সেনাবাহিনী বলে মন্তব্য করেছেন মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। আজ শনিবার দেশটির রাজধানী নেপিডোতে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।

সেনাপ্রধান তার বক্তব্যে বলেন, দেশে অচিরেই সুষ্ঠু নির্বাচন দেওয়া হবে। তবে, তিনি সম্ভাব্য কোনো দিনক্ষণ উল্লেখ করেননি।

এছাড়াও সেনাপ্রধান বলেন, গণতন্ত্র রক্ষা করার জন্য সেনাবাহিনী পুরো জাতির সঙ্গে কাজ করতে চায়। জনগণকে রক্ষা ও দেশে শান্তি আনতে প্রতিজ্ঞাবদ্ধ কর্তৃপক্ষ। তিনি বলেন, ‘যেসব সহিংস কর্মকাণ্ডের কারণে স্থিতিশীলতা ও নিরাপত্তা বিনষ্ট হয়, সেগুলো দাবিগুলোকে বেমানান করে তোলে।’

এদিকে, মিয়ানমারে আজ নিরাপত্তাবাহিনীর গুলিতে ১৬ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে সিএনএ। এ নিয়ে দেশটিতে জান্তাবিরোধী চলমান বিক্ষোভে তিন শতাধিক মানুষ নিহত হলেন। সূত্র: রয়টার্স

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন