বাতাসের ধাক্কায় ভেঙে পড়ল নির্মাণাধীন সেতু!

  23-04-2024 11:21PM

পিএনএস ডেস্ক: ভারতের তেলেঙ্গানার পেদ্দাপাল্লি জেলায় বাতাসের ধাক্কায় ভেঙে গেছে ৮ বছর ধরে নির্মাণ করা একটি ব্রিজ। সোমবার (২২ এপ্রিল) স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

প্রবল বাতাসের কারণে নির্মাণাধীন সেতুটির প্রায় ১০০ ফুট দূরত্বের দুটি পিলারের মাঝের অংশের দুটি কংক্রিটের গার্ডার ভেঙে পড়েছে।বাকি তিনটি গার্ডারও যেকোন সময় ধসে পড়তে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।

মানাইর নদীর প্রায় এক কিলোমিটার জুড়ে করা সেতুটি ২০১৬ সালে তেলঙ্গানা বিধানসভার তৎকালীন স্পিকার এস মধুসুধন চারি এবং স্থানীয় বিধায়ক পুত্তা মধু উদ্বোধন করেছিলেন। এক বছরের মধ্যে শেষ করার কথা ছিল এর নির্মাণকাজ। এর জন্য প্রায় ৪৯ কোটি ভারতীয় রুপি মঞ্জুর করা হয়েছিল।

মাত্র এক মিনিট আগে ধসে পড়া সেতুর নিচ দিয়ে পার হয় বরযাত্রী ভর্তি একটি বাস। ওই বাসে কমপক্ষে ৬৫ যাত্রী ছিলেন। সৌভাগ্যক্রমে তারা কংক্রিটে পিষ্ট হওয়া থেকে রক্ষা পান। এমনটি জানিয়েছেন সিরিকোন্ডা বাক্কা রাও নামের এক ব্যক্তি। ঘটনাস্থল থেকে মাত্র ৬০০ মিটার দূরে ওদেদু গ্রামের নেতা তিনি।

বাক্কা রাও আরও বলেন, একই ঠিকাদার ভেমুলাওয়াড়ায় একটি সেতু তৈরি করেছিল যা ২০২১ সালে প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছিল।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন