ওডেসায় শিক্ষাপ্রতিষ্ঠানে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫

  30-04-2024 09:44PM

পিএনএস ডেস্ক : ইউক্রেনের ওডেসার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় ৫ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। স্থানীয় কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার বলেছেন, হামলায় নিহত ব্যক্তিদের ছাড়াও স্ট্রোকে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন।

রয়টার্সের টেলিভিশনের ফুটেজে একটি প্রাইভেট ল একাডেমি ভবনের ছাদ হামলায় ধ্বংস হয়ে যেতে দেখা গেছে। আগুন নেভানোর চেষ্টা করছিলেন দমকল কর্মীরা।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ভবনটিতে আগুন জ্বলতে এবং আকাশের দিকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

এছাড়া একটি ভিডিওতে আহতদের রাস্তায় চিকিৎসা নিতে দেখা যায়। অপর ছবিতে একটি ক্ষেপণাস্ত্রের অংশ পরীক্ষা করছেন কর্মকর্তারা। তবে সেসব ছবি ও ফুটেজ তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন