বিদ্রোহের অবসান : বার নির্বাচনে জয়নুল ও খোকনের পক্ষে থাকার অঙ্গীকার

  10-03-2018 01:54PM


পিএনএস ডেস্কসুপ্রিমকোর্ট বার এসোসিয়েসনের নির্বাচনে একক প্যানেলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। গতকাল রাতে বিএনপির আইনজীবীসহ অন্যান্য নেতাদের নিয়ে মহাসচিবের সাথে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিমকোর্ট বার এসোসিয়েসনের নির্বাচনে বিএনপি সমর্থীত প্যানেলের প্রার্থী বারের বর্তমান সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন এবং বর্তমান সম্পাদক এডভোটেক মাহবুব উদ্দিন খোকনের পক্ষে সবাই একক প্যানেলে কাজ করা পক্ষে একমত হন।

এর আগে গত মঙ্গলবার ব্যারিষ্টার জমির উদ্দিন সরকারকে আহবায়ক করে ২৫ সদস্যের নমিনেশন বোর্ড বার এসোসিয়েসনের নির্বাচনে বিএনপির প্যানেলে সভাপতি ও সম্পাদক পদে এডভোকেট জয়নুল আবেদীন ও এডভোটেক মাহবুব উদ্দিন খোকনসহ ২৫ সদস্যের নাম ঘোষণা করেন। পরে এই সিদ্ধান্তে বিপক্ষে অবস্থান নিয়ে দলের আরেক আইনজীবী এডভোকেট তৈমুর আলম খন্দকার ও রফিকুল হক তালুকদার আরেক প্যানেল ঘোষণা করেন। বিরাজমান পরিস্থিতেতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেন। আলোচনার এক পর্যায়ে তৈমুর ও রফিকুলের বিদ্রোহী প্যানেল দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে এডভোকেট জয়নুল আবেদীন এবং এডভোটেক মাহবুব উদ্দিন খোকনের পক্ষে কাজ করার পক্ষে একমত হলে বিদ্রোহের অবসান ঘটে বলে ব্যরিষ্টার কায়সার কামাল জানান।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন