হুইপ আতিককে দুদকে জিজ্ঞাসাবাদ

  17-04-2018 02:50PM


পিএনএস ডেস্ক: অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৭ এপ্রিল) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, সকাল ১০টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদক কার্যালয়ে তাকে দুদকের উপ-পরিচালক কে এম মিছবাহ উদ্দিন জিজ্ঞাসাবাদ করেন।

এর আগে গত ৫ এপ্রিল এম মিছবাহ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে হুইপ আতিককে তলব করা হয়েছিল। তলবে সাড়া দিয়ে তিনি সকালে দুদক কার্যালয়ে আসেন।

দুদকের অভিযোগের বিবরণীতে বলা হয়, হুইপ আতিকের বিরুদ্ধে অবৈধভাবে বিলাসবহুল বাড়ি ক্রয়, গ্রামের বাড়ি কামারিয়ার ৩০ একরের বাগান বাড়ি তৈরি, ঢাকার বসুন্ধরা ও বনশ্রীতে দুটি প্লট, ধানমন্ডি ও গুলশানে দুটি ফ্ল্যাট, নামে-বেনামে শত কোটি টাকা অর্জন, নিয়োগ বাণিজ্য, টিআর-কাবিখা, স্কুল-কলেজের এমপিও থেকে মোটা অংকের টাকা অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন