তারেকের সাজার প্রতিবাদে সুপ্রিম কোর্টের গেটের সামনে সাবেক বিচারপতির বিক্ষোভ

  11-10-2018 05:18PM

পিএনএস ডেস্ক :২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‍বিরুদ্ধে কারাদণ্ডাদেশের প্রতিবাদে বিক্ষোভ করেছেন হাইকোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সুপ্রিম কোর্টের প্রধান গেটের সামনে এ ঘটনা ঘটে। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাতিলের দাবিতে বক্তব্য দিতে থাকেন। এসময় পুলিশ তাকে বাধা দেয়। প্রধান গেটের সামনের সড়কে নেমে আসতে চাইয়ে পুলিশ তাকে কোর্টের ভেতরে ঢুকিয়ে দেয়।

সুপ্রিম কোর্টের বিএনপিপন্থি আইনজীবীরা জানান, দুপুর দেড়টা দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়া মুক্তি আন্দোলনের’ ব্যানারে কালো পতাকাসহ মানববন্ধন শুরু করে বিএনপিপন্থি আইনজীবীরা। এতে অংশ নেয় এতে অংশ নেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী। এসময় তিনি সড়কে অবস্থান নিতে গেলে পুলিশ ভেতরে ঢুকিয়ে দেয়। পরে মানববন্ধনে তিনি বক্তব্য দেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন