প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন হিরো আলমও

  09-12-2018 02:50PM

পিএনএস ডেস্ক :প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম।

রোববার (৯ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। হিরো আলমের পক্ষে রিট করেন আইনজীবী মো. কাউছার আলী।

তিনি জানান, নির্বাচন কমিশনে হিরো আলমের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে।

আজ রিটটির ওপর বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

এদিকে মনোনয়নপত্র বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আজ সকালে হাইকোর্টে পৃথক রিট করেছেন জাতীয় পার্টির সদ্য বিদায়ী মহাসচিব রুহুল আমিন হাওলাদার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়া ও ডা. এ জেড এম জাহিদ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন