ব্রাক্ষণবাড়িয়ার শিশু ধর্ষণ ও হত্যায় একজনের মৃত্যুদণ্ড

  13-05-2019 07:34PM

পিএনএস ডেস্ক : ব্রাক্ষণবাড়িয়ার সাত বছরের শিশু তোভা মনিকে ধর্ষণ ও হত্যা মামলায় আরশাদুর রহমান (এরশাদ) নামের এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আবদুল হালিমের আদালত এ রায় দেন। দণ্ডিত আরশাদুল ব্রাক্ষণবাড়িয়ার কাছাইট হেলুর বাড়ির আবদুল কাদিরের ছেলে।

ট্রাইব্যুনাল পিপি আইয়ুব খান বলেন, আসামি আদালতে হাজির ছিল। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ডিসেম্বরে ব্রাক্ষণবাড়িয়ার কাছাইট এলাকার সাত বছরের শিশু তোভা মনিকে ধর্ষণের পর হত্যা করেন প্রতিবেশী আরশাদুর রহমান (এরশাদ)। এ ঘটনায় দায়ের করা মামলায় আরশাদুরকে অভিযুক্ত করে ব্রাক্ষণবাড়িয়া আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এরপর মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার আসামি আরশাদুরকে মৃত্যুদণ্ড দেন আদালত।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন