‘জঙ্গি আস্তানায়’ অভিযান চলছে, রুবি ভিলার বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে

  12-01-2018 09:29AM

পিএনএস ডেস্ক: রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় ‘রুবি ভিলা’ নামক একটি ৬ তলা ভবনে গভীর রাত থেকে ঘিরে রাখার পর র‌্যাবের জঙ্গিবিরোধী অভিযান চালছে। গোলাগুলির পর ভবনটির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে।

শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় ও এমপি হোস্টেলের ঠিক পিছনেই ওই এলাকার ছাপড়া মসজিদ সংলগ্ন ১৩/১ রুবি ভিলা নামে একটি ৬তলা ভবনে এ অভিযান শুরু করে র‌্যাব। প্রাথমিকভাবে ওই বাড়ির অবস্থান রাজধানীর পূর্ব তেজকুনিপাড়ায় বলে জানানো হয়।

র‌্যাবের মিডিয়া উইং মুফতি মাহমুদ খান জানান, ‘ভবনটির অন্যান্য বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। আমরা ভবনটির বাসিন্দাদের জীবন ঝুঁকিমুক্ত রাখতে চাই। ভেতরে মোট কতজন জঙ্গি অবস্থান করছে তা এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। আহত দুই র্যাব সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’

অভিযানে ভেতরে একাধিক জঙ্গি নিহত হয়েছে বলে ধারণা করছে র‌্যাব।

এ ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভোরে জঙ্গিবিরোধী অভিযান শুরু হলে হঠাৎ গুলি আর গ্রেনেডের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। অনেককে চিৎকার-চেঁচামেচি করতেও শোনা যায়।

মুফতি মাহমুদ খান বলেন, ‘র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ও গ্রেনেড ছুড়তে থাকে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। এখনও ভেতরের অবস্থা কিছু জানতে পারিনি। বাসাটা ঘেরাও রেখে আমরা অভিযান শুরু করেছি।’

এর পর সকাল সোয়া ৭টার দিকে তিনি বলেন, ‘৬ তলা ভবনের পঞ্চম তলায় জঙ্গিরা অবস্থান করছে। র‌্যাবের গুলিতে ভেতরে একাধিক জঙ্গি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ভেতরের সার্বিক অবস্থা এখনও স্পষ্ট নয়।’

মুফতি মাহমুদ খান বলেন, ‘গোলাগুলি হয়েছে। এখানে ক্যাজুয়ালটি (মারা যাওয়ার ঘটনা) হয়েছে। ক্যাজুয়ালটি আছে ভেতরের দিকে। গ্রেনেড ছুড়েছে তাই সে ক্ষেত্রে ভেতরে ঢোকা নিরাপদ নয়। কিন্তু ভেতরে কয়েকজন ক্যাজুয়ালটি হয়েছে।’

র‌্যাব সূত্রের দাবি, জঙ্গি আস্তানা সন্দেহে প্রধানমন্ত্রীর কার্যালয়ের খুব সন্নিকটে একটি বাড়ি ঘিরে ফেলার পর রাত দুইটা থেকে অভিযান শুরু করে র‌্যাব। ওই বাড়ি থেকে র‌্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা।

র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, বিজয় সরণি থেকে মহাখালীর দিকে যাওয়ার পথে তেজকুনি পাড়ার একটি বাড়িতে জঙ্গিদের অবস্থান। পূর্ব তেজকুনি পাড়ার ছাপড়া মসজিদ এলাকার ছয় তলা ভবনটির পাঁচ তলায় জঙ্গিদের আস্তানাটি।

অভিযানে র‌্যাবের কয়েকজন সদস্য আহত হয়েছেন এমন কথা শোনা গেলেও তা নিশ্চিত করা হয়নি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন