সিনহা বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করছেন: মাহবুবে আলম

  25-09-2018 03:56PM

পিএনএস ডেস্ক : বই লিখে সাবেক প্রধানমন্ত্রী সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করছেন বলে অভিযোগ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেছেন, ‘তার বইয়ের মাধ্যমে যা করেছেন এতে বিচার বিভাগের ভাবমূর্তি উনি নিজেই নষ্ট করছেন।’

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টস্থ নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মাহবুবে আলম বলেন, ‘পদত্যাগী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে বেঞ্চের অন্য বিচারপতিদের বসতে না চাওয়ার কারণ প্রকাশ পেলে আরও দুর্গন্ধ ছড়াবে ও তাতে বিচার বিভাগের ভাবমূর্তি আরও নষ্ট হবে।’

সাবেক বিচারপতি হিসেবে উনার সঙ্গে যারা বিচারকাজ পরিচালনা করেছেন তাদের সম্পর্কে কোনোরকম কূট মন্তব্য করা বা বাজে কথা বলা খুবই অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।

সরকারের এই প্রধান কৌসুলি বলেন, ‘এই সরকারের আমলে অনেক বিচারপতি কাজ করে গেছেন। এদের কেউ তো সরকারের বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি। আর উনি তো (এস কে সিনহা) স্পষ্ট করেননি, কেন উনার সঙ্গে উনার সহকারী বিচারপতিরা একসঙ্গে বসতে (আপিল বিভাগের এজলাসে) চাননি। অন্য বিচারপতিরা তার (এস কে সিনহা) সঙ্গে কেন বসতে চাননি সেই কারণগুলো তো তিনি বলেননি? সেগুলো তিনি যদি উল্লেখ করেন তবে দুর্গন্ধ আরও ছড়াবে। সেগুলোতে বিচার বিভাগের ভাবমূর্তি আরও নষ্ট হবে।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন