তফসিলের কারণে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত

  08-11-2018 03:36PM

পিএনএস ডেস্ক :অাওয়ামী লী‌গ সাধারণ সম্পাদক, সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের বলে‌ছেন, একাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা হবে বলে আগামীকালের সংবাদ সম্মেলন স্থগিত করেছেন প্রধানমন্ত্রী।

বুধবার (৭ নভেম্বর) গণভবনে ২৪টি দলের সঙ্গে সংলাপ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

২৪দলের সঙ্গে সংলাপ প্রসঙ্গে কাদের বলেন, নির্বাচন অনুষ্ঠান নি‌য়ে যে উত্তাপ চা‌রদি‌কে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছিল সংলা‌পের মাধ্য‌মে সে উত্তা‌পে পা‌নি ঢে‌লে দি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। সংলাপ ক‌রে তি‌নি তার বিশাল ম‌নের প‌রিচয় দি‌য়ে‌ছেন। এটা ঐতিহাসিক সংলাপ। ইতিহাসে মাইলফলক। রাষ্ট্রের প্রধান সংলাপ করেছেন এমন নজির নেই। দলের অনেকেই সংলাপের বিরুদ্ধে ছিলাম। ১৫ ও ২১ আগস্টের কুশীলবদের সঙ্গে আলোচনা করতে চাইনি। নেত্রী চেয়েছেন বলেই আমরা সার্বিক সহযোগিতা করেছি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ৭০টিরও বেশি জোট ও দল এসেছে মোট এই সংলাপে।

তিনি বলেন, বেশিরভাগ দলই স্থিতাবস্থা চেয়েছে। সংসদকে বহাল রেখে নির্বাচন করার পক্ষে। সুষ্ঠু, নিরপেক্ষ ব্যবস্থার পক্ষে সবাই। নির্বাচন কমিশনকে সরকার সাপোর্ট করবে।

এর আগে অাওয়ামী লী‌গের নেতৃত্বাধীন ১৪ দ‌লের স‌ঙ্গে জাতীয় গণতা‌ন্ত্রিক জোটসহ (এনডিএ) ২৪টি রাজ‌নৈ‌তিক দলের সংলাপ অনু‌ষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে ১৪ দ‌লের ২৩ জন এবং ২৪ রাজ‌নৈ‌তিক দ‌লের ৭২ জন নেতা সংলাপে অংশ নেন।

নাজমুল হুদার নেতৃত্বে সংলাপে অংশ নেওয়া দলগুলো হলো জাতীয় গণতা‌ন্ত্রিক জোট (এনডিএ), বাংলাদেশ জাতীয় জোট-বিএনএ, বাংলাদেশ সমাজ উন্নয়ন পার্টি (বিএসডিপি), বাংলাদেশ গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট, ন্যাপ ভাসানী, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি), বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ), যুক্তফ্রন্ট, গণফ্রন্ট ও প্রগতিশীল জোট, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ), জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ), বাংলাদেশ সত্যব্রত আন্দোলন, ঐক্য ন্যাপ, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, গণতান্ত্রিক বাম ঐক্য, বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি (কেএসপি), প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি), প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), বাংলাদেশ মুক্তিযোদ্ধা ঐক্যজোট, বাংলাদেশ গণতান্ত্রিক ঐক্যজোট, তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি), বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতৃবৃন্দ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন