ভিডিও দেখে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে : মনিরুল ইসলাম

  16-11-2018 04:41PM

পিএনএস ডেস্ক : পুলিশের কাউন্টার টেররিজমের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, পল্টনের নাশকতার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে সুনির্দিষ্টভাবে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে। এ ঘটনায় নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না।

শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রসি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় মনিরুল ইসলাম আরো বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অযথা কাউকে গ্রেফতার করা হবে না। নির্বাচনের সময় ফৌজদারি অপরাধ না করলে এবং নির্বাচনী আচরণবিধি না ভাঙলে কাউকে গ্রেফতার করা হবে না।

মনিরুল ইসলাম বলেন, নির্বাচনের সময় জঙ্গি তৎপরতার আশঙ্কা নেই। তবে জঙ্গিবাদ যেন মাথাচাড়া না দিতে পারে, এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন