মুক্তিযোদ্ধা, আলেম ও এতিমদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

  19-05-2019 08:10PM

পিএনএস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর সরকারি বাসভবন গণভবনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, শারীরিক প্রতিবন্দি শিশু এবং আলেম ওলামাদের জন্য এক ইফতার মাহফিলের আয়োজন করেন।

এ ছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতরা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উদযাপন ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যগণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়স্বজনগণ ইফতার অনুষ্ঠানে যোগ দেন। ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মওলানা মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব এবং ১৫ আগস্টে গ্রেনেড হামলায় শহীদদের ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।

পিএনএস -জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন