‘গান্ধী আশ্রমকে বিশ্বমানের করতে সরকার পাশে থাকবে’

  12-07-2019 03:56PM


পিএনএস ডেস্ক: গান্ধী আশ্রমকে বিশ্বমানের করা হলে এ শুভ কাজে সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, মহাত্মা গান্ধীর শান্তি, সম্প্রীতি ও অহিংসার চেতনা আমাদেরকে সব সময় ধারণ করতে হবে। সমাজে নানা অবক্ষয় রোধে এ চেতনার বিকল্প কোনো কিছু নেই।

আজ শুক্রবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা জয়াগ গান্ধী আশ্রমে সদ্য মহাপ্রয়ান গান্ধী আশ্রমের সচিব একুশে পদক, বেগম রোকেয়া ও ভারতের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শ্রমতি র্ঝণা ধারা চৌধুরীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

গান্ধী আশ্রম বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান সাংবাদিক স্বদেশ রায়ের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনার শ্রমতি রীভা গঙ্গুলী দাস, স্থানীয় সংসদ সদস এইচ এম ইব্রাহিম, অধ্যাপক ড. মুনতাসির মামুন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক কামরুল হাসান, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. জামাল উদ্দিন আহম্মেদসহ আরো অনেকে।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন