ক্যাসিনো কাণ্ড: বিআরটিএ চেয়ারম্যান মশিয়ারকে ওএসডি

  23-10-2019 10:30PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান মশিয়ার রহমানকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। তার জায়গায় ভারপ্রাপ্তের দায়িত্ব দেয়া হয়েছে সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. কামরুল আহসানকে।

জানা গেছে, ধানমণ্ডি ক্লাবে ক্যাসিনো কাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মশিয়ার রহমানকে ওএসডি করা হয়েছে। গত ২০ অক্টোবর ওএসডি করার পর তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে বুধবার কাজে যোগ দিয়েছেন ড. মো. কামরুল আহসান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কর্মরত থেকেও অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি বিআরটিএ চেয়ারম্যানের কাজ চালিয়ে যাবেন।
নতুন বিআরটিএর চেয়ারম্যান কামরুল আহসান বলেন, এ সংস্থায় যেসব সমস্যা রয়েছে তার দ্রুত সমাধানে তিনি উদ্যোগ নেবেন। প্রথম কার্যদিবসেই তিনি বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেছেন বলেও জানান।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন